ফারহান আহম্মেদফাগুনের বিচিত্র সাজে সেজেছে ধরিত্রী,বিকেলের স্নিগ্ধ হাওয়ায় দুলছে রক্ত শিমুল।ইচ্ছে ছিল তোমায় নিয়ে হারাতে,বসন্তের ঘোরে, পাখিদের গানে, বাতাসের ছোঁয়ায়।কিন্তু এ ফাগুন শুধু আমার,তোমার ফিরে আসার হলো না সময়।প্রকৃতি পেল বধূর ভূষণ,আমি রইলাম শূন্য হৃদয়।রইলো শুধু দীর্ঘশ্বাস, আর তোমাকে হারিয়ে ফেলার তীব্র বেদনা,তবুও মন বলে... বসন্ত আসবে!তুমি ফিরবে আবার,ফাগুনেরই কোন এক নীলিমায়!
0 Comments