সাতশো বছর যাত্রাকলমে : ফারহান আহম্মেদ..সিন্ধুর বালু পথে ঘোড়ার টগবগ শব্দে জমিন কে কম্পিত করেআসলো সুলতানি ছায়ার সূর্যোদয়।মসজিদের মিনারে উচ্চারিত আযান,পয়গম্বরের নাম,শের শাহের রাজপথ, হুমায়ূনের পতাকাসব মিলে যেন বিচিত্র এক সভ্যতা।পলাশি প্রান্তরে ঝরে গেল তরুণ প্রাণআসলো বাংলার নতুন শাসক, সাদা চামড়া।ধান গেল, মান গেল,প্রাণ গেল—জেগে উঠলো বিদ্রোহী ফকির, সন্যাসী, তিতুমীরের ঝড়চাষা কবি হয়ে উঠলো বিপ্লবী,ভাষা হলো অস্ত্রের হাতিয়ার।একুশ নামলো...বাংলা হয়ে গেল রক্তে অর্জিত চেতনা।একাত্তরে পাকিস্তানের শৃঙ্খল ভেঙে, মায়ের কোল খালি করেলাখো প্রাণের বিনিমনে আবার অর্জন হলো বাংলার নিলাকাশ।স্বাধীনতা কী সত্যিই এলো?বরং গড়ে উঠলো সপ্নহীন নাগরিক শহর,অমানবিক রাজনীতি আর ব্যর্থতা।আজ বাংলার আকাশে সূর্য উঠেছেনদীর ধারে কবি লিখতে বসেছে কবিতা।যেখানে বেঁচে আছে শাসক, মানুষ আর বাংলার অমলিন আশ্রয়,সাতশ বছরের কবিতা!
0 Comments