

নারীর মন! সে কি সহজ কোনো নদী—যার উৎস জানা যায়, গন্তব্য ধরা যায়?না, সে এক বিস্ময়ের বন,প্রতিটি পাতায়, প্রতিটি ছায়ায়আছে গল্প, আছে গোপন গান।নারীর মন জলের মতো শান্ত,আবার আগুনের মতো জ্বালাময়।সে হাসে, যখন কাঁদতে ইচ্ছে করে;সে কাঁদে, যখন ভালোবাসা লুকাতে হয়।
নারীর মন! সে কি সহজ কোনো নদী—যার উৎস জানা যায়, গন্তব্য ধরা যায়?না, সে এক বিস্ময়ের বন,প্রতিটি পাতায়, প্রতিটি ছায়ায়আছে গল্প, আছে গোপন গান।নারীর মন জলের মতো শান্ত,আবার আগুনের মতো জ্বালাময়।সে হাসে, যখন কাঁদতে ইচ্ছে করে;সে কাঁদে, যখন ভালোবাসা লুকাতে হয়।
0 Comments