

তুমি যেদিন চলে গেলে চুপিচুপি,আমি তখনো ভেবেছিলাম—ফিরে আসবে, হয়তো ভুল বুঝেছো!আকাশের কান্না ছিলো নীরব,মাটির বুকেও চাপা দীর্ঘশ্বাস।
তুমি যেদিন চলে গেলে চুপিচুপি,আমি তখনো ভেবেছিলাম—ফিরে আসবে, হয়তো ভুল বুঝেছো!আকাশের কান্না ছিলো নীরব,মাটির বুকেও চাপা দীর্ঘশ্বাস।
0 Comments