রাজিয়া সুলতানা চুপ্পীশুরুতে তুমি আর শেষে আমিএযে চিরচেনা এক চিত্র।তোমার আগমনে আমার বিদায়,আমাদের এই রূপ বদল কতইনা বিচিত্র।একি বছরে বসবাস মোদেরদেখা তবু হয়না ক্ষণিকের।বাঙালী থাকে অপেক্ষায়,তোমার আগমনে আমার বিদায়ের।তোমার আগমনে আমারও আগমন,বছর শেষে মিত্র।তুমি হলে বছরের রাজা বৈশাখ,আমি সাথি তুমার চৈত্র।শুরুতে তুমি আর শেষে আমি,এযে চিরচেনা এক চিত্র।
0 Comments