

মায়ের চোখে স্ট্রোকের ছায়া,হাসপাতালের দেয়ালে মায়ের মৃত্যুর ভয়।অসুস্থ মায়ের পাশে বাবা নেই, তবু বুক ভাঙা সাহসেপরীক্ষার এডমিট, কলম হাতে নিয়েদৌড়ে আসে মেয়ে।দেড় ঘণ্টা দেরি…শুধু এইটুকু সময়েইনিয়মের পাতায় নাম নেই তার।পরীক্ষা দিতে পারল না —হারিয়ে গেলো জীবনের এক বছর।
0 Comments