

আমি তোমায় দেখি রোজ বিকেলে কৃষ্ণচূড়া রোড়ে ,আবার কখনো বিকেলে দেখি কাশফুলের নীড়ে ।আমি তোমায় কখনো- কখনো দাঁড়িয়ে থাকতে ,দেখি বকুলতলা আর দেবদারু রোডে ।বিকেলে তোমার বিচরণ হয় যখন হয় গ্যারেজ রোডে দিকে, সূর্য মামা তার রক্তিম রঙে রাঙায় তোমার মুখখানি ক্ষণটিতে।রোজ বিকেলের ক্যাম্পাসের বৈচিত্র্য ফুলের হাওয়া, এসে ভিজিয়ে দেয় তোমার খোলা চুল।আমি চুপচাপ নিকটে দাঁড়িয়ে থাকি, হৃদয়ে জোয়ার-ভুল।
0 Comments