

তুমি আমার সঙ্গীতের যুগানুপাতিক প্রবাহেধ্বনির নিবিড় সমরোহ।তুমি আমার গল্পের মাঝে অমরত্ববার্তা,মনীষা সুখানন্দের সমাহার।তুমি আমার নিত্য দিনের কবিতা,প্রণয়ের মাধুর্য ও দ্রোহের উদ্যান।বিদ্রোহী বীরের পথিকৃৎ,তোমার পথে স্বপ্ন যত নিবেদন।তুমি আমার অন্তরের সুখের সন্ধ্যা,কাব্য গড়ি নিজেই তোমার ভাষায়।তুমি আমার প্রেমের মৌন আলাপন,কাব্য গড়ি নজরুল ভাস্বর প্রদীপের আলোয়।
0 Comments