

নজরুল,তুমি আমার নিত্য দিনের কবিতালেখার অমর প্রয়াস।তোমার `আমি চির বিদ্রোহী বীর`=এই ঘোষণা আমার আশ্বাস।তুমি আমার নিত্য দিনের কবিতা লেখার সারথী,কলমের ডগায় তুমি আছো অবিরত হয়ে সঙ্গী।নজরুল, তুমি আমার নিত্য দিনের কবিতালেখার অনুপ্রেরণা।অস্তিত্ব জুড়ে তোমার নামের গোপন ধ্বনি,আমার সুরের বর্ণনা।তুমি আমার নিত্য দিনের কবিতা লেখার কণ্ঠ প্রতিবাদী,`বল বীর- বল উন্নত মম শির`=এই ডাক তোমার আমার প্রাণে অমরবাণী।
0 Comments