

অভিমান করে চলে গেলে, বহু দূরে....একটি বার ফিরেও তাকালে না!দুঃখ কে সঙ্গী করে দিয়ে চলে গেলে; আমাকে দুঃখের সাগরের অতল গহ্বরে,ভাসিয়ে চলে গেলে !একটি বার ফিরে ও তাকালে না!ভুল না হয় আমার ছিলো; তুমি ভুল বুঝে চলে যাবে!কোন একদিন ধরনীর ঘূর্ণিবাত চক্রের মাঝে, আমাদের দেখা হবে।আজ হোক!কাল হোক!একবিংশ শতাব্দীর পরহোক!আমাদের দেখা । সময়ের বিলোংঘোনিয়ায়;আমাদের দেখা হবে।
0 Comments