কত কিছুই তো পাওয়া হয়নি জীবনে-ছোটবেলায় হাওয়ায় মিঠাই, মেলা থেকে কেনা ডুগডুগি, ক্লাস টু এ প্রিয় বন্ধু, ঈদেটকটকে লাল জামা আরএকটা ছোট সাইকেল।পাওয়া হয়নি-স্কুলে যেতে পকেটমানি, নীল খামে প্রেমের চিঠি, মায়ের শাড়ির গন্ধ, মাধ্যমিকে লেটার আর দুপুরবেলা না ঘুমিয়ে ডাং-গুলি খেলা।স্ট্রিটলাইটের শহরে কতকাল পাইনি-একমুঠো শিউলি, তাজা খেজুর রস,হুতুম পেঁচার ডাক,বাবার সাইকেলের ক্রিং ক্রিংআওয়াজ, সন্ধ্যায় জ্বলে উঠা হারিকেন, গাছপাকাকদবেল আর একটা ভালো চাকরি।আজও খুঁজে পাইনি অনেক কিছুএকজন মানুষ- সাহসী ও শক্তিমান।তাই ছাড়তে হয়েছে প্রিয় শহর, ঘরআর অবিচ্ছেদ্য বর্তমান।
0 Comments