

আগুন পোড়ালে তবু কিছু রাখে,কিছু থাকে;হোক না তা শ্যামল রঙ বা ছাই।মানুষ পোড়ালে তার ছাই থাকে না।মানুষ পোড়ানোর আগুন পৃথিবীর কোথাওলাগে না — লাগে মানুষের কলিজায়!কলিজা পিপাসা-কাতর নয়, তবুও করেখাঁ খাঁ, ধূসর মরুভূমির চোরাবালির মতো।সেই আগুনে দগ্ধ হয় হৃদয়, পোড়ে মন।মানুষ পোড়ানোর আগুন দেখা যায় না,সেই আগুন তৈরী করেঅশ্রুজলে গড়া মহাসমুদ্র।
0 Comments