

তুমি আমার হলে,সব চাওয়া-পাওয়া পূর্ণতা পাবে।তোমাকে নিয়ে স্বপ্নেরা,নতুন করে স্বপ্ন সাজাবে।চাঁদের আলোয় লিখবো তোমার নাম,তোমার ঐ দুটি চোখে আমি যেনোদেখি মায়াবী পূর্ণিমার চাঁদ ।আকাশের অজস্র তারার ভিড়ে,আমি খুঁজি তোমায় অবিরাম।তোমায় ছাড়া এই মন আমারদিশা হারা শূন্য লাগে মন পাড়া।তোমার ছোঁয়ায় জীবন আমার পূর্ণতা পায়।
0 Comments