

মা`গো মা তোমার কথা স্মরণ হলেকষ্টে ,দুঃখ, বেদনায় বুকের পাঁজরছিঁড়ে, কলিজা বের হয়ে যায় ।আমি যে কত পাষাণ হয়ে,তোমায় ছেড়ে পড়ে থাকি দেশ- বিদেশে ।কি লাভ মাগো জাগতিক শিক্ষা অর্জনকরে , যে শিক্ষা তোমার স্নেহের আঁচল থেকে দূরে রাখে।মা`গো তোমার আঁচল তলে শান্তি ছায়া,কোথাও খুঁজে পাই না তোমার মায়া ।তোমার মুখের ছায়া ও চোখে পড়ে না,তোমার কোলে মাথা রাখার সুখও পাই না ।
0 Comments