কবিতার নাম:রবীন্দ্রনাথ ঠাকুরকলমে:নাঈমা হকতোমার জন্মদিনে হে প্রিয় কবিতোমায় আমরা স্মরি,সাহিত্যে তোমার অনেক অবদানতোমায় শ্রদ্ধা করি।বিশ্বকবি তুমি আমাদের,তুমি আমাদের গরব,তোমার সৃষ্টির বাহারে বাহারে,সাহিত্য রয়েছে সরব।তোমার সৃষ্টি বরণীয় বেশে,তুমি পরিচিত দেশে ও বিদেশে,নোবেল বিজয়ী হয়েছো তুমিতোমার সৃষ্টি গুণে,আজ তোমাকে অধিক স্মরিতোমার জন্মদিনে।তোমার আছে আমাদের আছেঅনেক অনেক ঋণ,এ দিনে আমরা সকলে বলিশুভ হোক তোমার জন্মদিন।
0 Comments