আজকের দিনটা যেন এক খণ্ড প্রতিচ্ছবি —যার শুরু রোদঝলমলে, কোন মেঘলা সকাল, আর সমাপ্তি— একাকিত্বের ঘন কুয়াশায়।আশা ছিল, কিছু মুহূর্ত থাকবে শুধু আমাদের,কিছু পথ একসাথে হাঁটা হবে আবার...মৃদু কণ্ঠস্বর, কিছু আলতো চাওয়া মনে করিয়ে দেবে—তুমি আমার খুব কাছের!কিন্তু নিয়তি মানে নিজস্ব কাব্য— লিখে যায় বিরামহীন, অপরিকল্পিত অধ্যায়।সেদিন, যখন জেনেছি—তুমি আমার জন্য সাজোনি, তোমার বিদায় মুহূর্তে...আকাশও বুঝি আর ধরে রাখতে পারেনি নিজেকে—ভেঙে পড়েছিল মুষলধারে কান্নায়।তাই আজ আমি বৃষ্টিকে ভালোবেসেছি—প্রতিটি কণায় যেন অনুভব করেছিতোমার স্পর্শের জোয়ার, যা রেখে গেছে এক চিরন্তন কম্পন— যা দিয়ে আমি ক্রমান্বয়ে বুনে চলেছি... এক অসমাপ্ত প্রেমের উপন্যাস।বৃষ্টিভেজা উপাখ্যান ফারহান আহম্মেদ
0 Comments