যত অভিমান কুয়াশার গায়ে, যত পাতা শীতে ঝরে যায়।ভুলেও সবটা ভুলিনি কিন্তু,সবটুকু প্রিয় আমারই দায়।চুপচাপ কথা শুনে গেছি শুধু,নিজে তো কখনো বলিনি।কখনো বলিনি সুখ ঢেকে রাখো,বুঝে গেছে তবু কামিনী।কত অভিযোগ ধুয়ে গেছে দেখোশ্রাবণের বারি ধারাতে।কখনো বলিনি সব ধুয়ে যাক,বলিনি দুঃখ সরাতে।বসে বসে তবু দেখে গেছি শুধুআমি তো কখনো চাইনি।কখনো হইনি সুখের কাঙাললোকে বলে তবু দুঃখিনী।কত অবেলায় রবি গেছে চলেকত পাখি আজও ফেরেনি।প্রাণপণে রোজ বড় হতে চাই,শুধু ছোটবেলাটাই ছাড়েনি।তবু হেঁটে হেঁটে পথ পারি দিইআমিও তো ঘরে যেতে চাই।কখনো বলিনি সাথে থাকো তুমি,এ ঘরে তুমি আসোনি তাই।
0 Comments