তোমার জন্য বেনামি এক চিঠি এলে,বুকের ভেতর আগল দিও খিড়কি তুলে। ভুল করেও তার দিকে রোজ তাকাও যদি,মন খারাপের বরফ গলে তিস্তা নদী।সবটা জেনেও পেছন ফিরে তাকাওনি আর,তাই অসময়ে মন আকাশে মেঘের পসার।বৃষ্টি এলে সুর তোলা সেই টিনের ঘরে,পুরান কথা তোমার ও কি মনে পড়ে?সব কথা কি যায় গো বলা সহজ করে,কিছু কথা গোপন থাকে ভীষণ ভারে।এমনি কত মেঘ জমেই তো বুকে রয়,সেই ওজনেই অসময়ে বৃষ্টি হয়।
0 Comments