

তোমরা আমার বিদ্রোহী হওয়ার দ্বার রুদ্ধ করলেও থামবো না।এই দেশ আমার প্রিয় জন্মভূমি।এই দেশের মাটি, বায়ু, আকাশ আমার।এই দেশের যত দুষ্কৃতিকারী তাদের অন্যায়ের প্রতিবাদ করে --আমার বুকের বিদ্রোহী আত্মার তাজা রক্ত দিয়ে, লিখব নতুন ইতিহাস।আমার বিদ্রোহ কখনো অন্যায়ের ভয়েথেমে যাবে না।জানি একদিন অন্যায়ের বাতাস বদলাবে।ন্যায় প্রতিষ্ঠা করতেশুধু বুকের তাজা রক্ত লাগবে --আমি অজস্র বাধার সম্মুখে ও বুকেরতাজা রক্ত দিতে প্রস্তুত।
0 Comments