মেঘের ওজন বয়ে যাদের মন ভাল নেই,শক্ত কোন নীড় খুঁজে নিক তাদের মাথা।তারপরে খুব বৃষ্টি নামুক শহর জুড়ে,শরীর জোড়া হিংসা নিয়ে ভিজুক ছাতা।ঝড়ের কাছে নত হয়ে ক্লান্ত যারা,ভেতর ভেতর ধ্বংস হওয়ায় দারুণ ভয়।আগলে রেখে বাসতে ভালো তারাই পারে,তাদেরই তো অনেক ব্যথা সইতে হয়।ভীষণ রোদে জ্বলে যাদের তপ্ত হৃদয়,তাদের জন্য এই শহরে বিদ্রোহ হোক।হাজার বছর তারা কেমন এমনি পোড়ে,ঠোঁটের ডগায় ঝুলিয়ে রাখে বিবর্ণ শোক।এগিয়ে গিয়েও পিছিয়ে পরা মানুষ যারা,ভেতর ভেতর দ্বন্দ্ব নিয়েই তাদের বাস।যে ফুল পথে অবহেলায় রোজই ফোঁটে,আর দিও তাদের ভেজা শ্রাবণ মাস।
0 Comments