কত প্রেম ভাঙে রোজ, কত প্রেম জুড়ে যায়।কিছু মন বাঁচে আর, বাঁকি গুলো পুড়ে যায়।কত কথা আসে মনেকত কথা ভুলে যায়।কিছু কথা যাবে বলেও স্মৃতি হয়ে থেকে যায়।কত পথ হাঁটা হলো,কত পথ বাকি আর?কিছু পথ কঠিন ছিল,মনে ভাসে ছবি তার।কত জনই কাছে আসে কত জনই চলে যায়।মন কেটে ছবি এঁকে কিছু লোক থেকে যায়।কত আশা মনে থাকে কত আশা ছেড়ে যায়।কিছু আশা বাতি হয়েআজীবনই জ্বলে যায়।
0 Comments