চারপাশে এত চালাক ভিড়েআমরা যারা ভীষণ বোকা,সবাই যে যার সুযোগ মতইচ্ছে হলেই দিচ্ছে ধোঁকা।না ই বা হলো সব হিসেবের ফারাক ভেদে একটু জেতা।আমরা না হয় বোকাই থাকি,ক’দিনই বা থাকবো হেথা।আমরা যারা রয়েছি বোকা, আজন্মকাল অঙ্কে কাঁচা।রাস্তা হাঁটি সরল রেখায়,চালাক খোঁজে একটু বাঁকা।সুদ-আসলের খাতায় দেখি-সুদ তো নেই ই আসল ও বাঁকি।নাই বা হলো হিসেব জেতা,একটু না হয় বোকাই থাকি।
চমৎকার লাগল কবিতাটা
ধন্যবাদ ও শুভকামনা।