তুই যখনই মন কেমনে বর্ষাপ্রবণ,আমি তখন বর্ষা বিহীন, চাইছি ক্ষমা।উজার হয়ে ভিজবো ছাদে, এক্ষুনি চল!ঝিরঝিরে নয় মুষলধারে বৃষ্টি নামা।মন গহীনের যেখানটা খুব বৃষ্টি নামে,ঠিক নিচে তার আলো-ছাঁয়া, খাদ ও আছে।আজ স্পর্ধাটুকু ভাসিয়ে দিলাম বৃষ্টিজলে,নে যা আছে, সব সমর্পণ তোরই কাছে।তুই যখনই বুকের খাঁচায় দুঃখ রাখিস,আমি তখন উদাস মনে, খোঁজ রাখিনি!চাইছি ক্ষমা, থাকবো পাশে সঙ্গী হয়ে,ফেরার পথে নামটি হারাক- \'সেই দুঃখিনী\'।ঘামে ভেজা গায়ের জামা জড়িয়ে রাখে,একটু হাসি ঠিক উঁকি দেয় কাজের ফাঁকে।আমরা কেন খোঁজ রাখি না সুখী প্রেমের,রোজ খুঁজি না পাশের সহযোদ্ধাটাকে?
0 Comments