আলো নিভে যাওয়ার পর লেখিকা:নাজমা আহমেদ ১ শেষ আলোটা যেদিন নিভে গেল, সেদিন কেউ খেয়াল করেনি। কারণ মানুষ আলো জ্বলে থাকতে অভ্যস্ত—নিভে গেলে শুধু অন্ধকারটাকে স্বাভাবিক ধরে নেয়। ওই বাড়িটার জানালার আলোটা একসময় পুরো মহল্লার সময় মেপে দিত। সন্ধ্যার একটু আগে আলো জ্বলত। কেউ ঘড়ি দেখত না।
0 Comments