#কবিতাঅপবাদের ক্রাসআফছানা খানম অথৈ #booklovers #coaching #space #students #kobitaনারী তুমি অনেক বোকাভালোমন্দ বুঝ নাযাকে তাকে শরীর বিলাওকর সুখ কামনা।পুরুষ তোমায় স্বপ্ন দেখায় করবে তোমায় রানীতুমি হবে তাহার ঘরেরএকমাত্র ঘরনী।নারী তুমি অবলা তাইছলাকলা বুঝ না ভালোবাসার ফাঁদে ফেলে করছে সে প্রতারণা।বিয়ের দাবী যখন তুলবেমুখ ফিরিয়ে নেবেঅপবাদের বোঝা তোমারমাথায় ঢেলে দেবে।নষ্ট নারী তকমা দিয়েকরবে উপহাস তুমি হবে তাহার চোখেঅপবাদের ক্রাস।
0 Comments