#কবিতাপরের মেয়েআফছানা খানম অথৈবাবা মা পালন করেন অতি যতন করে,সেই মেয়ে সংসার করেগিয়ে পরের ঘরে।মা বাবাকে ছেড়ে আসলসাজায় পরের ঘর,সেই ঘরের যে মানুষ সবাইভাবছে তাকে পর।চোখের জলে ভাসে সে তো বুকের ভিতর দু:খ,চেষ্টার কমতি নেইতো তাহার পাইনা তবুও সুখ।একটুখানি ভুলের জন্যবকেন সারাক্ষণ,পরের মেয়ে বলে সেথায় হয় না আপন জন।মায়ের পরে শ্বাশুড়ি তাঁরভাবত যদি আপন, সুখ শান্তিতে ভরে উঠতবউ শ্বাশুড়ির জীবন।
0 Comments