ভাই এর কথা বলি মিথিলা জান্নাত মিমক্ষণজন্মা এক শিশুর কথা বলি আমি আমার ভাই এর কথা বলি -যার সাহসী কন্ঠস্বরে বিদির্ণ হতো শহুরে ধুলা ময়লা যুক্ত অনিয়ম আর অন্যায়, অবিচারের নির্লজ্জ আকাশ...আমি আমার ভাই এর কথা বলি ঝাকড়া চুলের এক বিদ্রোহের কথা বলি -যার স্লোগানে স্লোগানে কম্পিত হতো ফ্যাসিবাদিদের মস্তিষ্ক আর হৃদপিণ্ড রক্তক্ষরনে রক্তাক্ত হতো দালালের নি:শ্বাস....আমি সেই ভাই এর কথা বলি পবিত্র এক আত্মার কথা বলি -ফজরের বাতাসে যে বরকত খুজতো শত্রুর জন্যেও যে ইনসাফ চাইতো ইনসাফের বাংলার যে দিয়েছিল আশ্বাস....
0 Comments