আমি আকাশের পানে চেয়ে রইলাম
সাদা বর্ণের মেঘেরা ছোটাছুটি করছে
পাখিরা উড়ে বেড়াচ্ছে খাদ্যের সন্ধানে
কোনো এক প্রান্তে আমি লক্ষ করলাম মাকড়সা জাল বুনতে ব্যস্ত
টিকটিকি টা গভীর মনোযোগ দিয়ে চেয়ে আছে কিভাবে উইপোকা টা শিকার করা যায়
বিড়ালটা অধীর অপক্ষোয় বসে আছে কবে
ইঁদুরটা খামচে ধরা যায়
কুকুরটা ডাস্টবিনের পাশে বসে লেজ নাড়ছে
সুবহে সাদিকে মোরগ ডেকে চলেছে আপন মনে
প্রজাপতি মগ্ন ফুলের মধু আহরণে
মশা নামক পতঙ্গ টা হুল ফোঁটাতে নিয়োজিত
পিপড়ে গুলো সারিবদ্ধভাবে চিনির টুকরো নিয়ে পালাচ্ছে
অতঃপর আমি আবিষ্কার করলাম
সকলেই যখন নিজ নিজ কর্মে ব্যস্ত
আমি কেনো স্রেফ রিলস দেখতে ব্যস্ত?
- রাদিয়াহ সারওয়া
0 Comments