#কবিতাপরান পাখিআফছানা খানম অথৈপরান পাখি উড়ে গেলঅনেক অনেক দূর সেই পাখিটা আমায় ছেড়ে গেলো অচিনপুর।মনে ছিলো বড় আশাবাঁধব সুখের বাসাসেই বাসাতে বসত করবমনটা ছিলো খাসা।সুখের দেখা পেলাম নাকো দু:খে জীবন ভরা তাঁর মায়াতে পাগল হলামহৃদয় চৌচির খরা।মনের দু:খ যতনে পুষিশোনার মানুষ নাই বিধির ধরায় এখন আমিজনম দুখী ভাই।
0 Comments