রোজ কিছুটা কষ্ট ঢেলো কফির কাপে।দূঃখ কিছু কমে নাকি অনুতাপে?একটা মানুষ ভুলতে গিয়েও হয়নি ভোলা?রোজ জমেছে স্মৃতির পাহাড়?- থাকুক তোলা।আমরা ভীষণ অভাব নিয়ে বেঁচে থাকি।ভীষণ ভাবে ভুল মানুষকে বুকে রাখি।একটা জীবন চলবো বলে পথের আশা।সুজন বুঝুক চোখে আমার কিসের নেশা। যে প্রিয়জন রোজ মেতেছে পাওয়ার খেলায়,সে ও ভীষণ জ্বলুক খানিক সুখের জ্বালায়।মানুষ গুলো রোজ ভেসে যায় বিভেদ স্রোতে,স্বার্থ ভুলে মানুষ শিখুক মানুষ হতে।
0 Comments