হাতে যদি টাকা হতো,
বাড়ি ঘর পাকা হতো।
বড় বড় ভোজসভায় ডাকা হতো,
গুলশানে থাকা হতো
ব্যাংকের হিসেবেও
মোটা টাকা হতো
উড়বার পাখা হতহতো
ক্ষমতা বেড়ে যেত
পারতাম খেতে পেট ভরা সুখ।
দু:খটা হতো অদৃশ্য,
জীবন হতো হালকা,
স্বপ্ন হতো মুক্তা,
আমিও পেতাম সব,
হাতে যদি টাকা হতো।
0 Comments