ঢাকার এক ব্যস্ত সাংবাদিক, মেহেরা, পাহাড়ে ঘুরতে গিয়ে রহস্যময় ছেলে আরিনের সাথে দেখা পায়। ওদের মধ্যে অদ্ভুত টান তৈরি হয়। কিন্তু একই সাথে পাহাড়ে অদ্ভুত ছায়া, অচেনা চোখের নজর আর হারিয়ে যাওয়ার ঘটনার রহস্য জড়িয়ে যেতে থাকে। এক রাতে ছায়ার আক্রমণ থেকে আরিন মেহেরাকে বাঁচায়। ধীরে ধীরে সত্য উন্মোচন হয়—আরিনের পরিবার বহু বছর ধরে ঐ অশুভ ছায়ার বিরুদ্ধে পাহাড়কে রক্ষা করছে। শেষ মোকাবেলায় আরিন নিজের জীবন ঝুঁকিতে ফেলে মেহেরাকে বাঁচায়। ছায়া হারিয়ে যায়, পাহাড় শান্ত হয়।
0 Comments