কবিতায় শহরের বাস্তব চিত্র উঠে এসেছে—চাকরির অভাব, ভাড়া-বাড়ির চাপ, বিজ্ঞাপনভরা মোবাইল স্ক্রিন, বন্ধুত্ব ও ভালোবাসার ভাঙন। তবুও শেষাংশে আশার আলো জ্বলে ওঠে, ভাঙা শহরে নতুন ভোরের প্রতীক হয়ে।
ভাঙা শহর
ভাঙা শহর ✍️ লেখক: তুষার শহরের রাস্তায় আলো আছে, কিন্তু মানুষের চোখে অন্ধকার ঘন। অফিসে চাকরি নেই, ভাড়া-বাড়ির মালিক প্রতি মাসেই দরজায় ধাক্কা দেয়। বাসে চেপে ক্লান্ত মুখগুলো মোবাইল স্ক্রিনে খোঁজে আশার খবর, কিন্তু চারদিকে শুধু বিজ্ঞাপন, জীবনের দাম বাড়ে, স্বপ্নের দাম পড়ে যায়। বন্ধুত্ব মাপা হয় টাকার ওজন দিয়ে, ভালোবাসা আটকে যায় মেসেঞ্জারের নোটিফিকেশনে। কেউ কারও পাশে দাঁড়ায় না সত্যি, সবাই দৌড়ায় নিজেরই বেঁচে থাকার পথে। তবু রাতের শেষে ভোর তো আসেই, আমি বিশ্বাস করি— একদিন এই ভাঙা শহরের দেয়ালে আশার পোস্টার আবার টাঙানো হবে।
Page: /
Page: /
0 Comments