অহংকার, গর্ব ও মনের অশান্তি থেকে মুক্তি পাওয়ার গল্প ফুটিয়ে তোলা কবিতা, যেখানে নম্রতা, প্রেম, বন্ধুত্ব ও অন্তরের শান্তির মাধ্যমে জীবনের সত্যিকারের আনন্দ প্রকাশ পেয়েছে।
অহংকারের অগ্নি
অহংকারের অগ্নি ✍️ লেখক: তুষার অহংকারের আগুন জ্বলে অন্তরে, নিজেকে বড় মনে করি, অন্যকে ক্ষুদ্র ভাবি। বন্ধুর হাসি, মায়ার স্পর্শ বুঝি না, শুধু নিজের ছায়া দেখি, মনে দুঃখ জমে। নম্রতা শিখলে জীবন হয়ে ওঠে পূর্ণ, গর্বের আগুন ধীরে ধীরে ম্লান হয়। চুপচাপ মনে আসে জ্ঞান ও শান্তি, অহংকার হারালে আসে অন্তরে মুক্তি। প্রেম ও বন্ধুত্বে হৃদয় জ্বলে দ্যুতি, নতুন আলোর পথে জীবন হয় শান্ত। বন্ধু-শত্রু মিলেই শেখায় ভালোবাসা, হৃদয় খোলা থাকলে সত্য জ্বলে অন্তরে। শান্তি ও প্রেমে ভরা অন্তর হয় বিজয়ী, গর্বের ছায়া দূরে যায়, জীবন পূর্ণ হয়। প্রকৃত সুখ আসে ছোট্ট আনন্দে, অহংকার ম্লান হলে অন্তর জ্বলে আলোয়।
Page: /
Page: /
0 Comments