কবিতায় ক্ষমতা, রাজনীতি ও মানুষের চেতনার মধ্যে সৃষ্ট বিভ্রান্তি ও আশা ফুটে উঠেছে। অন্যায়ের আড়ালে ন্যায়ের প্রতিশ্রুতি লুকিয়ে থাকলেও, মানুষের সচেতনতা ও ধৈর্য সত্যের আলো ছড়ায়। ভালোবাসা, সততা ও সাহসই শেষ পর্যন্ত সমাজে ন্যায় ও মুক্তি প্রতিষ্ঠা করে।
ক্ষমতার মায়াজাল
ক্ষমতার মায়াজাল ✍️ লেখক: তুষার শাসনের ছায়ায় জড়ায় মানুষ, লুকায় ধ্বংস আর আশা, কথার খাঁচায় ফেঁসেছে সময়, সত্য ভেসে যায় ফাঁসায়। ক্ষমতার মায়াজাল বোনে অসীম কৌশল, ভোটারদের মনে জন্মায় বিভ্রান্তি, অমলিন কষ্ট-প্রলয়। অন্যায়ের আড়ালে লুকানো আছে ন্যায়ের প্রতিশ্রুতি, মানুষের চেতনাই টেনে আনে আলোর দ্যুতি। ভ্রান্তির কুয়াশা ভেঙে যায় চিরদিনের শেষে, সত্যের রশ্মি ছড়ায়, সমাজ পায় মুক্তির দিশা। মানুষ লড়ে, ধৈর্যী শক্তি খোঁজে নতুন দিগন্তে, অন্যায় হারায়, ন্যায়ের জয় হয় অনিবার্য। ভালোবাসা, সততা, সাহস—এগুলোই রাখে শক্তি, রাজনীতির অন্ধকারও আলোয় ভরে যায় নিশ্চয়ই।
Page: /
Page: /
0 Comments