এই কবিতায় জীবনের ফাঁদ এবং কৃত্রিম চাহিদার মধ্যে মানুষের সতর্কতার প্রয়োজনকে তুলে ধরা হয়েছে। আনন্দ, প্রেম বা স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা বিপদ ও দুঃখকে সচেতনভাবে চিনে, বুদ্ধি ও সতর্কতার মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তা কবিতার মূল ভাব।
ফাঁদ
ফাঁদ ✍️ লেখক: তুষার এই পৃথিবী ফাঁদে ভরা, প্রতিটি পদে খেলা, আনন্দের মুখোশে লুকানো আছে বেলা। বন্ধুত্ব বলে কাছে ডাকে, কিন্তু লুকিয়ে থাকে ছুরি, ভরসার বাতাসে ভেসে যায় নীরব ধ্বনি। স্বপ্নের পাখি উড়ে যায়, দেখা মেলে জালবৃত্তে, সৎ চেষ্টার পাথেয়ও পড়ে ফাঁদে নিঃশব্দে। হাসির মাঝে লুকানো থাকে কষ্টের ছায়া, প্রেমের আড়ালে লুকায় দুঃখের খাঁজ ঘায়া। চেষ্টা করেও কখনো চুরি যায় পথের আলো, জ্ঞান, বুদ্ধি ছাড়া ভেতরে ঢোকে অন্ধকার ছালো। সতর্ক থাকো, মনে রাখো, জীবন শুধু এক খেলা, ফাঁদকে চিনে না গেলে হারাই মনের মেলা।
Page: /
Page: /
0 Comments