
সুমন রাতের অন্ধকারে বাড়ির পথে হাঁটছিল। আকাশে মেঘ জমেছে, বাতাসে গুমোট গন্ধ। হঠাৎ করেই রাজকীয় পোশাকে কিছু মানুষ কোথা থেকে উদয় হয়ে তাকে ঘিরে ফেলল। তাদের চোখে এক অদ্ভুত শীতল দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি।একজন এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল—“চল, আজ রাত বারোটায় তোমার বাসর।”সুমন থমকে গিয়ে বলল—“কিন্তু… আমি তো কাউকে বিয়ে করিনি!”তার কথা যেন কেউ শুনলই না। মুহূর্তেই তাকে টেনে হিঁচড়ে অচেনা পথে নিয়ে যাওয়া হল। কিছুদূর পর হঠাৎ করেই চারপাশ ঝলমল করে উঠল হাজারো রঙের আলোয়। খোলা আকাশের নিচে এক বিশাল মঞ্চের মতো জায়গা, মাঝখানে লাল বেনারসি পরা এক নারী বসে আছে। খোলা চুল ছড়িয়ে, ঠোঁটে একরাশ রহস্যময় হাসি।
0 Comments