

বিয়ের পরপরই বিদেশে পাড়ি জমানো সিয়াম ৩ বছর পর হঠাৎ করেই তার স্ত্রী, একমাত্র ছেলে, মা - বাবা, ভাই- বোনকে সারপ্রাইজ দিতে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে সবকিছু ঠিক থাকলেও প্লেনের ভেতর সিয়ামের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। সেইসাথে দেখা দেয় প্লেনের যান্ত্রিক ক্রটি। শেষ পর্যন্ত কী ঘটেছিল সিয়ামের সাথে? সিয়াম কি নিরাপদে পৌছাতে পেরেছিল তার পরিবারের কাছে??? এমনই সাসপেন্স আর টুইস্টে ঘেরা অচেতন সংযোগ গল্পটি।
0 Comments