সবচেয়ে ভয়াবহ অস্ত্র, কথার অস্ত্র।
না
না সুধন কুমার দাস তুমি প্রতি নিয়ত আঘাত করেছো আমায় ভেঙে দিতে চেয়েছো বুকের পাজর না কোন অস্ত্র সশস্ত্রে, না কোন ইট পাটকলে তার চেয়ে ভয়াবহ অস্ত্র যেমন, কথার অস্ত্র। আমার উপর পারমানবিক বোমা পড়েও কোন ক্ষতি করতে পারলো না। যতটা কষ্ট পেয়েছি আঘাত সহ্য করেছি যতটা ক্ষতি আমার হয়েছে তোমার একটি কথা শুনে শুধু! -না নাই যদি বলবে তবে এতো অভিমান এতো ভালোবাসা, এতো দ্রোহের অভিনয় কেন! শুরুেতেই যদি বলে দিতে তাহলে তুমি অন্ততঃ অর্ধেক মানবী হতে পারতে এখনতো সারা শরীর নগ্ন……
Page: /
Page: /
0 Comments