চলো কইন্যা,ছাদে যায়তুমি একখানা তাঁতের শাড়ি পিন্দ দেখি।ঝমঝমাইয়্যা বৃষ্টি অচ্ছে নে,চলো সিনান করি।কইন্যা,লাজুকস্বরে বইলা উঠে,বয়স নেইকো একন আর!গুনে গুনে তিরিশ অইলো,আর কত?বৃষ্টি তো সবার লাইগ্যা কইন্যা।আমার কাছে তো, তুমি আইজো সে পত্থম দিনের মতো,লাল তাঁতের শাড়ি পিইন্দা যেইদিন ঘরে আইলা!অ\'কি বৃষ্টি! তুমি আইলা,সূরজও আইলো।কইন্যা মুখ লুকাইয়া হাসে,ডাগর চোখ মেলিয়া দেহে,আর ভাবে-পত্থম দিনের কথা।কত্তা হাসিয়া কবিতার বুলি আউড়ায়, গানের সুর টানে,ছন্দ মিলায়,কইন্যা মুখ লুকাইয়া হাসে, কত্তা তখন,এক্কান নতুন ছন্দ বানায় -\"আইজ কইন্যার বৃষ্টিবিলাস\"।
"আইজ কইন্যার বৃষ্টিবিলাস"
0 Comments