

তোমার অভিমানী আকাশের,মেঘ কেটে গেলে,আমার জরাজীর্ণ কুড়ে ঘরে,সন্ধ্যা বেলায়।নিভু নিভু প্রদীপের ম্লান আলোর নিচে,যে সুখ আছে, তুমি দেখতে পাবে!আমার জরাজীর্ণ কুড়ে ঘরে,যে সুখ বিরাজমান।তোমার রসিকের দালান কোঠায় কোন দিন,সেই খুঁজে পাবে না !দেখে নিও তুমি ।আমার জরাজীর্ণ কুড়ে ঘর দেখে,অবহেলাকরে চলে গেলে! আমি তোমাকে সেইঘরের সম্রাজ্ঞী বানাতে চেয়েছিলাম ।তুমি জরাজীর্ণ কুড়ে ঘর দেখে,অভিমান ভাসিয়ে দূরে চলে গেলে!দেখে নিও তুমি,আমি একদিন এই জরাজীর্ণ কুঠির আদলে, বানাবো এক বিরাট সুখের সাম্রাজ্য!যেখানে থাকবে না; দুঃখের ,কষ্টের ছায়া।থাকবে শুধু প্রাকৃতিক স্বর্গ!
0 Comments