প্রথম বসন্ত
সুধন কুমার দাস
প্রথম কবে কোন বসন্তে
তোমার লেগেছিল দোলা।
প্রথম কবে মনের অজান্তে
দুয়ার রেখে ছিলে খোলা!
প্রথম কবে রাত জেগে
গেঁথেছিলে স্বপ্নের মালা
প্রথম কবে চোখে রেখে চোখ
মিটেছিল মনের জ্বালা।
প্রথম কবে কোন বাদলে
কদমের সনে হয়েছিল কথা।
মনে কী পড়ে সেই কথা
প্রথম কবে পড়ে ছিলে প্রেমে
অনুভব হয়েছিল হৃদয়ের ব্যাকুলতা।
আমি সেই সব স্মৃতি নিয়ে বেঁচে আছি
তোমার কি মনে পড়ে না তা......
0 Comments