এক নিয়মে
কথাঃ সুধন কুমার দাস
এক নিয়মে কমছে বয়স
এক নিয়মে বাড়ছে
এক নিয়মে ফুল ফোটেছে
এক নিয়মে ঝরছে//
এক নিয়মে তারা ফোটে
জোছনা অন্ধকারে
এক নিয়মে সূর্য উঠে
দিনের শুরু ভোরে/
এক নিয়মে চলছে জগৎ
কান্না কি\'বা হাসি
এক নিয়মে বলছে সবাই
তোমায় ভালোবাসি,,,।।
আমি তোমায় ভালবাসি
বলতে চাই না মুখে
মনের কথা লিখে দিলাম
পড়ে নিও চোখে //
তোমার চোখেই ঘর বেঁধেছি
স্বপ্ন রাশিরাশি /
এক নিয়মে বলছে সবাই
তোমায় ভালোবাসি,,,।।
মানবো না আর ভাঙ্গবো নিয়ম
যেমন ইচ্ছে করে
সারাজীবন থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে //
চলো দুজন মিলেমিশে
উল্টো স্রোতে ভাসি /
এক নিয়মে বলছে সবাই
তোমায় ভালোবাসি,,,।।
এসব আমার ভাল্লাগে না
নিয়ম ভাঙাই স্বভাব
এই দুনিয়া মস্ত বড়
নাইরে কিছুর অভাব //
তবু যেন নিয়ম ভাঙ্গার
লড়াই চলছে আজ
এতোটুকু অবসর নেই কারো
সবার আছে কাজ,,,।
এক নিয়মে জন্ম মৃত্যু
সবাই নিয়ম দাসী /
এক নিয়মে বলছে সবাই
তোমাকেই ভালোবাসি,,,।।
এক নিয়মে ঝড় জলোচ্ছাস
এক নিয়মে সৃষ্টি
এক নিয়মে আকাশ থেকে
ঝরে পড়ছে বৃষ্টি,,,,।
এক নিয়মে বলছে সবাই
তোমাকেই ভালোবাসি,,,।।
0 Comments