
হলুদিয়া গ্রামটা অনেক পুরনো। চারদিক জুড়ে সবুজ শস্যক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট বাগান, আর পাকা রাস্তা ধরে চলা লোকজনের হাসি-আড্ডায় গ্রামটা যেন জীবন্ত। এই গ্রামের মানুষের একটা অদ্ভুত অভ্যাস ছিল—রাতের বেলা তারা দরজা খুলেই ঘুমাতো। কেউ তালা দিত না, এমনকি অনেকের ঘরে জানালাও খোলা থাকতো।কিন্তু আশ্চর্যজনকভাবে প্রায়ই গ্রামের মানুষ চুরি-ডাকাতির শিকার হতো। কেউ দেখতো তার গরু গায়েব, কারও মাটির হাঁড়ি উধাও, আবার কারও আলমারি ফাঁকা। এমনকি মাঝে মাঝে পুরো ঘরের আসবাবপত্রও গায়েব হয়ে যেত। কিন্তু এর চেয়েও অদ্ভুত ঘটনা ঘটতো ভোরবেলা—সবকিছু আবার নিজের জায়গায় ঠিকঠাক পড়ে থাকতো, একটুও নড়েনি যেন।
0 Comments