

রাত তখন প্রায় দু’টো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরি ভবনে গবেষণা করছিল ইতিহাসের ছাত্র রাফি। বিষয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের না বলা কিছু অজানা রহস্য। হঠাৎ আলো নিভে গেল। জেনারেটরও কাজ করছিল না। অন্ধকারের মধ্যে সে শুনতে পেল অদ্ভুত ফিসফিসানি—জার্মান ভাষায় কিছু উচ্চারণ।রাফি ভেবেছিল হয়তো হ্যালুসিনেশন। কিন্তু চোখের সামনে হঠাৎ এক ছায়ামূর্তি ভেসে উঠল—কালো কোট, গোঁফ কাটা মুখ, ভীষণ তীক্ষ্ণ দৃষ্টি। কণ্ঠস্বর যেন মাটির ভেতর থেকে উঠে আসছে—“আমাকে ভুলে গেছ? আমি অ্যাডলফ হিটলার। মৃত্যু আমাকে থামাতে পারেনি।”
0 Comments