

আমাদের গ্রামে একজন লোক ছিল নাম তার—রবিউল। সবার কাছে সে পরিচিত ছিল “চাপা রবিউল” নামে। কারণ, সে এমনভাবে কথা বলত যে, শুনতে শুনতে মনে হতো দুনিয়ার সবচেয়ে বড় ধনী, বুদ্ধিমান আর অভিজ্ঞ মানুষ বুঝি সে-ই।রবিউলের আসল কাজ ছিল কিছুই না। কিন্তু গল্পে তার অভিজ্ঞতার শেষ নেই। একদিন পুকুর ঘাটে বসে বলছিল—“তুমি কি জানো, আমি একবার ঢাকায় গিয়ে নিজের হাতে পদ্মা সেতুর পিলার বসিয়েছি! ইঞ্জিনিয়াররা আটকে গেছিল, আমি না গেলে তো সেতু দাঁড়াতই না।”শুনে পাশের লোকজন হাঁ করে তাকিয়ে রইল। কেউ কেউ বিশ্বাসও করে ফেলল।আবার একদিন বাজারে গিয়ে বলল—“তোমরা মোবাইল ফোনে ছবি তোলো, আমি তো একসময় ক্যামেরা ছাড়াই ছবি তুলতাম। শুধু চোখে তাকালেই ছবি প্রিন্ট হয়ে যেত!”
0 Comments