
সেদিন হঠাৎই সবকিছু বদলে গিয়েছিল।আমি অফিস থেকে ফিরছিলাম ক্লান্ত শরীরে, ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ এক অচেনা নারী এগিয়ে এলেন আমার দিকে। তার চোখে অদ্ভুত টান, ঠোঁটে মায়াময় হাসি। পরিচয় না দিয়েই তিনি আমার সাথে আলাপ শুরু করলেন।অচেনা হয়েও যেন তিনি আমার একেবারে চেনা—প্রতিটি কথায়, প্রতিটি আচরণে যেন লুকিয়ে ছিল যত্ন আর মায়া। আমার নানা কাজে সাহায্য করলেন তিনি—হারিয়ে যাওয়া ফাইল খুঁজে দিলেন, ভেজা পথে ছাতা ধরলেন, ক্লান্ত মুহূর্তে উৎসাহ দিলেন। তার সৌন্দর্য আর সহজ সরল ব্যবহার আমাকে দিন দিন এক অচেনা মায়াজালে আটকে ফেলল।
0 Comments