সেকেলে
সুধন কুমার দাস
তোমার সাথে আমার বিস্তর তফাৎ
কারণ আমি সেকেলে।
আর তুমি নতুন কে নিয়ে উন্মাদ
দুই চোখে পুরোনো কে দেখতেও চাও না।
কারণ পুরোনো জীর্ণ শীর্ণ সেকেলে
যা হয় আর কি! বেশি পেঁকে গেলে।
তোমার সাথে আমার বিস্তর তফাৎ
কারণ আমি সেকেলে।
তুমি শুধু নতুনের খোঁজে
নতুন খোঁজ
একবার কী ভেবেছো
যেখানে নতুন পেয়ে নতুন খোঁজ
আনন্দে আত্মাহারা হও।
এ আমার সৃষ্টি বলে চিৎকার করো
লোকের থেকে বাহ্বা নাও।
আসলে
সেটাই তো আদি পুরোনো।
তোমার সাথে আমার বিস্তর তফাৎ
কারণ আমি সেকেলে।
পৃথিবীকে
আমি পুরোনোই ভাবি!
সবচেয়ে পুরোনো পৃথিবী
এটাই আমার দাবী।
তোমার সাথে আমার বিস্তর তফাৎ
কারণ আমি নতুনের বুকে
পুরোনোর গন্ধ পাই।
তোমার সাথে আমার বিস্তর তফাৎ
কারণ আমি সেকেলে....... /
0 Comments