

মোছাঃ মাহমুদা আক্তার একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি চাকরি করেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার এক প্রত্যন্ত অঞ্চলে। তিনি বিবাহিত। তার স্বামীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়। তার স্বামী একজন আশা ব্যাংকের কর্মকর্তা। তিনি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসেন, এবং শনিবার সকাল দশটায় অফিসে চলে যান।তার স্বামীর নাম সাদ্দাম হোসেন। তিনি চাকরি করেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়।মাহমুদার শাশুড়ি গতবছর মারা গেছেন। তার শ্বশুর খুবই বৃদ্ধ, সজ্জনস্বভাবের মানুষ। একজন ননদ আছেন। মাহমুদার বিয়ের ছয় মাস পরে তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে।মাহমুদার বাড়ি থেকে স্কুলের দূরত্ব সাত কিলোমিটার। বিয়ের পর গাড়িতে করে স্কুলে যেতেন, কিন্তু স্কুলটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় যাতায়াতের ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্গম। তাই মাহমুদা স্কুলে যান তার স্বামীর ব্যবহৃত একটি পুরোনো স্কুটি নিয়ে। মাহমুদার মতে, “মানুষের জীবন পরীক্ষা ক্ষেত্র। উত্থান-পতনের খেলা। সময়ের স্রোত ক্রমশ চলতেই থাকবে। পৃথিবীর শত বাঁধা-বিপত্তি ও ব্যস্ততাকে অতিক্রম করে, যা করা লাগবে তা করতেই হবে। তাহলেই জীবনে সফলতা আসবে।”
0 Comments