
সকালে হোটেলের বারান্দা থেকে নামতেই বাইকের চাবি হাতে রুদ্রর মনে অদ্ভুত এক রোমাঞ্চ জেগেছিল। আজকের দিনটা সে একেবারে রাত্রির জন্যই সাজিয়েছে। ছোট্ট শহরের পুরনো হোটেলটায় রাত কাটানো, সকালের গরম পরোটা আর সবজি দিয়ে নাস্তা—সবই যেন একসাথে উপভোগের জন্য তৈরি।রুদ্র বাইক চালাচ্ছে আর পেছনে বসে রাত্রি খিলখিল করে হাসছে। বাতাসে উড়ছে ওর ওড়না, রোদে চিকচিক করছে মুখের হাসি। দুপুর পর্যন্ত তারা ঘুরে বেড়ালো নদীর ঘাট, বনপথ আর পাহাড়ের ধারে। মাঝে মাঝে রুদ্র আড়চোখে তাকাচ্ছিল, মনে হচ্ছিল—রাত্রির চোখে স্বপ্ন জমে আছে।দুপুরে ক্লান্ত শরীর নিয়ে আবার হোটেলে ফেরা। টেবিলে সাজানো ভাত, মাছভাজি আর ডাল। রুদ্রর মনে হচ্ছিল—এটাই জীবন। দু’জন একসাথে খাবার ভাগ করে খাচ্ছে, অল্প অল্প গল্প করছে।
0 Comments